১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

গাইবান্ধায় ১ হাজার বস্তা ভারতীয় মেয়াদ উর্ত্তীণ পাট বীজ জব্দ: আটক ১

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে একটি গোডাউন থেকে প্রায় ১ হাজার বস্তা ভারতীয় বিভিন্ন কোম্পানির মেয়াদ উর্ত্তীণ পাট বীজ জব্দ করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।  গত ৩১ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের এনসিটিবি মার্কেট সংলগ্ন মদিনা সিডের গোডাউন থেকে পাট বীজের বস্তাগুলো জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বিজিবি ২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক রেজা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মুকুল নামে একজনকে আটক করা হয়েছে।

অধিনায়ক রেজা বলেন,পাইকারি বিক্রির উদ্দেশে মদিনা সিডের মালিক আব্দুল মমিন মেয়াদ উর্ত্তীণ ও নিম্ন মানের ভারতীয় বিভিন্ন কোম্পানির সিলযুক্ত প্যাকেট করা পাট বীজ গোডাউনে মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোডাউনে ৫০ কেজি ওজনের প্রায় ১হাজার বস্তা মেয়াদ উর্ত্তীণ পাট বীজ জব্দ করা হয়। এসব পাটবীজ ক্রয় ও আমদানির বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পাড়ায় মদিনা সিডের স্বত্তাধিকরী আব্দুল মমিনের ভাই মুকুলকে আটক করা হয়েছে। জব্দ করা ১ হাজার বস্তা পাট বীজের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার বলেন পাট বীজ জব্দের ঘটনায় আটক মুকুল ও তার ভাই আব্দুল মমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এর সঙ্গে আরও কেহ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা/টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৪:৩৩ অপরাহ্ণ