১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩২

সৌদি যুবরাজের ইরাক সফরের তথ্য ‘মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ইরাক সফরের প্রতিবেদন ‘মিথ্যা’ বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার বিকালে জড়ো হওয়া শত শত মানুষ ইসলামিক স্টেট গ্রুপের হামলার পেছনে সৌদি আরব রয়েছে বলে দোষারোপ করে।

এর পরিপ্রেক্ষিতে দেয়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘দুই ভ্রাতৃপ্রতিম দেশ’ সব ক্ষেত্রে ‘ইতিবাচক অগ্রগতি’ দেখেছে।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছিল নিকট-ভবিষ্যতে যুবরাজের ইরাক ভ্রমণের পরিকল্পনা রয়েছে। কিন্তু এর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ইরাক ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে তিক্ত সম্পর্ক চলছিল। কিন্তু সম্প্রতি ২০১৬ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর সম্পর্ক স্বাভাবিক হয়। ইউএনবি।

দৈনিক দেশজনতা/টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ