১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০৮

বৈশাখে সজল-এভ্রিল

বিনোদন ডেস্ক:

টিভিপর্দার জনপ্রিয় মুখ আবদুন নূর সজল ও বিউটি কনটেস্ট ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থেকে আসা জান্নাতুল নাঈম এভ্রিল। তাদের আগেও এক নাটকে দেখা গেছে। এবার আসছেন বৈশাখ উপলক্ষে নির্মিত নাটকে, শিরোনাম ‘এই বৈশাখে তুমি আমি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। শিগগিরই জানানো হবে কোন চ্যানেলে প্রচার হবে ‘এই বৈশাখে তুমি আমি’।

এ প্রসঙ্গে সজল জানান, এ নাটকটির গল্প ভালো। এর জন্য বড়সড় আয়োজন করে সেট বানিয়ে গ্রাম অঞ্চলের মেলা, নববর্ষ ও বিয়ে বাড়ির উৎসবকে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে বৈশাখের পূর্ণ আমেজ। এভ্রিল বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে এর আগে একটি নাটকে অভিনয় করেছি। নাটকে বড় স্টার হলেও কাজের ক্ষেত্রে তিনি বেশ সহযোগী পরায়ণ। বৈশাখ উপলক্ষে যেহেতু নাটকটি নির্মিত হয়েছে তাই গল্পে বৈশাখের পূর্ণ আমেজ পাবেন দর্শক।’

সজল-এভ্রিল ছাড়াও আরো অভিনয় করছেন মনিরা মিঠু, মৌ শিখা, অপু, হৃদি প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ