১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে রুবেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিহারী নিউ সোসাইটি মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত রুবেল পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন। তিনি মিরপুর-১১ নম্বরে এডিসি বিহারী ক্যাম্পে  ভাড়া থাকতেন। তার বাবার নাম আবদুর রউফ।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির। নিহতের বন্ধু সাদিক জানান, জখম অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফারুকুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা খবর শুনে ঢাকা মেডিকেলে এবং ঘটনাস্থলে পুলিশের দুইটি দল পাঠিয়েছি। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।দৈনিক দেশজনতা/টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১২:১২ অপরাহ্ণ