১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

দেবের ছবিতে নেই রুক্মিণী

বিনোদন ডেস্ক:

দেব প্রযোজিত পরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। ধারণা করা হচ্ছিল, নতুন সিনেমাতেও তিনি থাকবেন। কয়েকদিন আগে জানা যায়, সদ্য শুটিং হওয়া ‘হৈচৈ আনলিমিটেড’-এ নেই এ নায়িকা। ‘দেবের পরের ছবির নায়িকা আপনি নন। শুনে খারাপ লাগেনি?’ সম্প্রতি এমন প্রশ্ন করা হয় রুক্মিণীকে।

উত্তরে তিনি বলেন, ‘নো ম্যান! বরং আমিই বলেছিলাম, পূজাকে কাস্ট করতে। আসলে মিমির চরিত্রটার জন্য অনেক আগেই মিমি রাজি হয়ে গিয়েছিল। কিন্তু পূজার চরিত্রটার জন্য অনেকদিন ধরে কোনো নায়িকা পাওয়া যাচ্ছিল না।’

রুক্মিণী আরো বলেন, “থাইল্যান্ডে একটা শো-এ গিয়ে পূজার সঙ্গে আলাপ হয়। ক্যারেক্টার ব্রিফটা আমি জানতাম। তাই ফেরার সময় ফ্লাইটে দেবকে বলি, তুমি পূজার কথা কেন ভাবছ না। দেব প্রথমে বলেছিল, ‘ও তো এখন বাংলায় কাজ করছে না বোধহয়’। আমি তাও জোর করি, একবার জিগ্যেস করে দেখার জন্য। ভাগ্যিস করেছিলাম। শি সেড ইয়েস।” ‘হইচই আনলিমিটেড’এর স্ক্রিপ্টটা তো আপনি শুনেছিলেন। মনে হয়নি, কোনো চরিত্রে আপনি মানানসই?

এ নিয়ে বললেন, “আমার এরকম কখনো মনেই হয় না। আমি আসলে কোনো কিছুর পিছনে দৌড়তে পছন্দ করি না। মডেলিং যখন করতাম, সবাই বলত, ‘রুক্মিণী ডিড নট চুজ মডেলিং, মডেলিং চোজ রুক্মিণী’। অভিনয়ের ক্ষেত্রে তো আরও কোনো চেষ্টা করিনি। যে দিন কোনো চরিত্রের পিছনে ছোটা শুরু করব, সেদিন বোধহয় বছরে এতগুলো করে ছবি আসা বন্ধ হয়ে যাবে (হাসি)। আমি সত্যিই মনে করি, আমার চেয়ে অনেক বেশি যোগ্য অভিনেত্রী রয়েছে। তবে একটা জিনিসের ক্রেডিট আমি অন্য কাউকে দেব না।”

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ