১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

বিশ্রামে তামিম

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যস্ততা নেই বাংলাদেশের। ঘরোয়া ক্রিকেটে ঢাকা লিগের সুপার সিক্সের খেলা চললেও আগেই বাদ পড়েছে তামিম ইকবালে দল কলাবাগান ক্রীড়াচক্র। নিদাহাস ট্রফিতে খেলার সময় তামিম বাঁ-হাঁটুর পুরনো ব্যাথাটা আবার টের পেয়েছেন। আর পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর পর্বে খেলতে গিয়ে ব্যথা আরও বেড়ে গেছে।

তামিমের ইনজুরি বড় কিছু নয় বলেই মনে করছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে মাঠে ফিরতে ছয় সপ্তাহ সময় লেগে যাবে। নিদাহাস ট্রফির সময় আঘাত পাওয়ার পর বিশ্রাম না পাওয়ার কারণেই তার ব্যথা বেড়েছে। এখন বিশ্রামে থাকা ও কিছু থেরাপি নেয়াই তামিমের প্রধান চিকিৎসা।

তামিমের ইনজুরি নিয়ে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধান চিকিৎসক বলেন, ‘আঘাত পাওয়ার পর বিশ্রাম পায়নি তামিম। খেলতে হয়েছে শ্রীলংকার বিপক্ষে। সেভাবে পরিচর্যা হয়নি। দলের কথা ভেবে বিশ্রাম দেয়ার সুযোগ ছিল না। পরিচর্যা হয়নি বলে আস্তে আস্তে ব্যথাটা বেড়েছে।’ তিনি বলেন, ‘ছোট ছোট কয়েকটি আঘাত পেয়েছে। কিন্তু গুরুতর নয়। এখন তামিমকে বিশ্রাম দেয়া হবে। যেন ক্ষতটার পরিচর্যা হয়। আমরা তাকে কোনো ইনজেকশন বা ওষুধ দেব না, শুধু ব্যথা কমানোর জন্য থেরাপি দেব।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ