১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

জাজের সব সিনেমা দেখা যাবে বঙ্গতে

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম জাজ মাল্টিমিডিয়ার মুভি লাইব্রেরির অফিসিয়াল ডিজিটাল পার্টনার হলো। এতে করে বঙ্গ’র মাধ্যমে সারাবিশ্বের বাংলা সিনেমার দর্শকেরা জাজের ছবিগুলো অনলাইনে দেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের দায়িত্বও নিয়েছে বঙ্গ।

শনিবার বিকেলে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় বঙ্গ ও জাজের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেশ-বিদেশের অনেক দর্শকই জাজের পুরোনো ছবিগুলো অনলাইনে দেখতে চান। কিন্তু না পেয়ে তারা মন খারাপ করে আমাদের বকেন। আশা করছি এবার সেই বকাবকি থামবে। খুব শিগগিরই আমাদের সবগুলো ছবি এক এক করে বঙ্গ প্লাটফর্ম থেকে বায়োস্কোপ, রবিটেলসহ সব ডিজিটাল মাধ্যমে দেখতে পাবেন।’

অনুষ্ঠানে বক্তারা জানান, মিডল ইস্ট, মালয়েশিয়া ও কলকাতাতেও একটি বড় মার্কেট রয়েছে বাংলা সিনেমার। সেখানকার মানুষও যাতে কন্টেন্টগুলো দেখতে পারে সেই ব্যবস্থাও করবে বঙ্গ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হৃদি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রোশান, নায়িকা পূজা চেরী প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:০৩ অপরাহ্ণ