১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:

৫ রানের আফসোস টেম্বা ভাবুমার জন্য। ৯৫ রানে তিনি থেকে গেলেন উইকেটে। সঙ্গী হিসেবে পেলেন না কাউকে। না হয় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়তো পেয়ে যেতে পারতেন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

টেম্বা ভাবুমা সেঞ্চুরি না পেলেও সফরকারী অস্ট্রেলিয়ার সামনে প্রথম ইনিংসে ভালোই স্কোর দাঁড় করিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৩৬.৫ ওভার ব্যাট করে টিম পেইনের দলের সামনে ৪৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ডি কক আউট হয়ে যান ৩৯ রান করে। এরপর ফিল্যান্ডার ১২ এবং কেশব মাহারাজ করেন ৪৫ রান। জীবনের শেষ টেস্ট খেলতে নামা মরনে মর্কেল ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান। যার ফলে, ভাবুমা থেকে যান ৯৫ রানে অপরাজিত। প্রোটিয়াদের ইনিংস শেষ হয় ৪৮৮ রানে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৮৩ রান দিয়ে নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন নাথান লায়ন এবং ২ উইকেট নেন চ্যাড সেয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ৩৮ রান না তুলতেই হারিয়েছে ৩ উইকেট। দুই ওপেনার ম্যাট রেনশ ৮ রান করে এবং জো বার্নস আউট হয়েছেন ৪ রান করে। পিটার হ্যান্ডসকম্ব আউট হয়েছেন কোনো রান না করেই।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ৮২। ৪৮ রান নিয়ে ব্যাট করছেন উসমান খাজা এবং ১৪ রান নিয়ে উইকেটে রয়েছেন শন মার্শ।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:০০ অপরাহ্ণ