২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩১

শিল্প-কারখানায় উৎপাদন বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

শিল্প ও বাণিজ্য ডেস্ক:

নারায়ণগঞ্জের শিল্প-কারখানার মালিকদের পণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শিল্প-কারখানায় বেশি বেশি উৎপাদন বাড়াতে হবে। ব্যবসায়ীদের আয়ের উৎস বাড়াতে সব কিছু সহজ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে সেজন্য আমরা সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করব।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত মেঘনা গ্রুপের ৮টি শিল্প-কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রেলপথ মন্ত্রী মজিবুল হক প্রমুখ। এ সময় এফবিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফাহিম, জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সোনারগাঁয়ের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৯:৫৮ অপরাহ্ণ