১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

টাইগারের সঙ্গে জুটি কৃতির

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী কৃতি স্যানন। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সিনেমাটির মাধ্যমেই বলিউডে এ জুটির অভিষেক হয়। এরপর অনেক সিনেমায় ভিন্ন ভিন্ন নায়কের বিপরীতে জুটি বেঁধেছেন কৃতি। কিন্তু ফের টাইগারের সঙ্গে জুটি বাঁধতে চান এ অভিনেত্রী।

৩০ মার্চ মুক্তি পেয়েছে টাইগার শ্রফের বাঘি-টু সিনেমাটি। তার আগেই বাঘি-থ্রি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এ সিনেমাতেও টাইগার অভিনয় করবেন। কিন্তু নায়িকা কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বাঘি-থ্রিতে অভিনয় করতে চান কিনা? এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, ‘এ প্রশ্নটি আমাকে করা উচিৎ নয়, তারপরেও বলছি, আমি অবশ্যই আবারো টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করতে চাই, কারণ অনেকদিন হয়েছে আমরা জুটি বেঁধেছি। হিরোপান্তি-টু সিনেমা নির্মাণ হওয়া উচিৎ।’

বাঘি-টু সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন কৃতি। সেখানেই কথাগুলো বলেন তিনি। এ অভিনেত্রী আরো বলেন, ‘আমাদের অভিষেক একসঙ্গে হয়েছে, তাই তার প্রতি আমার একটি সফট কর্ণার অবশ্যই রয়েছে, এবং ভবিষ্যতেও তা থাকবে। আমি তাকে নিয়ে গর্বিত কারণ প্রতিটি সিনেমাতে সে উন্নতি করছে।’

খুব শিগগির হাউসফুল-ফোর সিনেমার শুটিং শুরু করবেন কৃতি। এতে তার সঙ্গে আরো থাকবেন অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখ, বোমান ইরানি, চাংকি পান্ডে প্রমুখ। সিনেমাটি নিয়ে কৃতি বলেন, ‘এটি অনেক বড় একটি ফ্র্যাঞ্চাইজি এবং আমি কমেডি সিনেমা খুবই পছন্দ করি। আমি মনে করি, মানুষকে হাসানো খুবই কঠিন কাজ। কমেডি সিনেমার অংশ হতে পেরে আমি খুবই খুশি কারণ, এতে করে একই সঙ্গে আপনি মানুষকে হাসাতে পারবেন এবং নিজেও আনন্দ পাবেন।’

হাউসফুল-ফোর সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি পরিচালনা করবেন সাজিদ খান। খুব শিগগির এর শুটিং শুরু হবে। ২০১৯ সালে দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১২:৪৭ অপরাহ্ণ