১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ড : আহত ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে দেওয়ান বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ব্যাপক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় আগুন নেভাতে গিয়ে এবং মালামাল সরাতে গিয়ে কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন- হোসেন দেওয়ান, রাকিব, বিউটি বেগম, মোতাহারসহ আরও চার জন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সিরাজদিখান থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের অন্য ঘরে ছড়িয়ে পড়ে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১২:৪৪ অপরাহ্ণ