১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা নেই। সুতরাং, একাদশ সাজানো নিয়েও তাদের ঝামেলা নেই। অন্যদিকে, আজকের ম্যাচ খেলার জন্য ফিট লিওনেল মেসি। সম্প্রতি তিনি ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে খেলতে পারেননি।

২৯তম রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২১ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে আছে লাস পালমাস। ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে সেভিয়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১২:৩৮ অপরাহ্ণ