১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

তাজমহলে সুহানা

বিনোদন ডেস্ক:

শাহরুখ খান কন্যা সুহানার বলিউডে অভিষেক নিয়ে জল্পনা চলছে। এরইমধ্যেই প্রচারের আলো পড়েছে তার ওপর। সোশ্যাল মিডিয়ায় সুহানার ছবি ও ভিডিও-র কদর যথেষ্টই। তার যে কোনও ছবিই নিমেষে ভাইরাল হয়ে যায়।এবার তার তাজমহল দর্শনের ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। শনিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

ছবিতে সুহানাকে বেশ কয়েকজন বিদেশী তরুণীদের সঙ্গে দেখা যাচ্ছে। ওই তরুণীরা সুহানার বন্ধু। তাদের সঙ্গে জমিয়ে এই প্রেমের সৌধ পরিদর্শন করেছে সুহানা। সবাই মিলে একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দিয়েছে। কিছুদিন আগেই সুইমিং পুলে সুহানার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল। আসলে নেট-পাড়ায় সুহানা সবচেয়ে পছন্দের স্টার-কিড(তারকা সন্তান)। তাকে বাবা ও মা গৌরী খানের সঙ্গে প্রায়ই বিভিন্ন পার্টিতে দেখা যায়।

অনেকেরই ধারণা, সিনেমায় নামার আগে সুহানা জনপ্রিয়তার ভিতটা মজবুত করে নিতে চায়। তাই বিভিন্ন ছবি ভাইরাল হওয়াকে পাবলিসিটি স্টান্ট বলেই মনে করা হয়।

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ