১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

সড়ক দুর্ঘটনায় অভিনেতা বাপ্পি আহত

বিনোদন ডেস্ক:

গোপালগঞ্জে যাওয়ার পথে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী আহত হয়েছেন। এ সময় বাপ্পির গাড়ি রাস্তা ছেড়ে পাশের গর্তে পড়ে যায়। আঘাত মারাত্মক না হলেও জখম হয় তার শরীর।

শুক্রবার রাতে গোপালগঞ্জের কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাপ্পি হাতে, পায়ে ও কাঁধে বেশ আঘাত পান বলে জানান যাত্রাসঙ্গী রিয়াজ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

বাপ্পী পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন বলে জানা যায়। এ সময় বপ্পির সঙ্গে একই গাড়িতে বঙ্গবন্ধু পরিবারের তনয় শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ও ফটোগ্রাফার রিয়াজ আহমেদসহ আরও কয়েকজন ছিলেন। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ায় দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ