১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

আগেও বল টেম্পারিং করেছিলেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব জুড়ে বইছে নিন্দার ঝড়। ক্যামেরন ব্যানক্রফট মাঠে বল টেম্পারিং করলেও এতে অনুমোদন ছিল স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। বৃহস্পতিবার শাস্তির বোঝা মাথায় নিয়ে অস্ট্রেলিয়া ফিরেছেন ৩ জনই। দেশের ফিরে সংবাদ সম্মেলনে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তারা। এর মধ্যে নতুন এক বোমা ফাটালেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হারপার। শুক্রবার সাবেক এই টেস্ট আম্পায়ার জানিয়েছেন, ২০১৬ সালে স্মিথ-ওয়ার্নার ঘরোয়া ক্রিকেট লিগের একটি ম্যাচে বল টেম্পারিং করেছিলেন। সে সময় তাদের বিষয়ে ম্যাচ রেফারিকেও সতর্ক করেছিলেন হারপার।

সাবেক অজি টেস্ট আম্পায়ার ড্যারেল হারপার একটি ই-মেইল বার্তা পাঠিয়েছেন আরেক অজি টেস্ট আম্পায়ার সায়মন টাফেলের কাছে। সেখানে তিনি দাবি করেছেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির লিগ শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় বল টেম্পারিং করেন স্মিথ-ওয়ার্নার জুটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ম্যাচ রেফারি ও আম্পায়ার নির্বাচক কমিটির ম্যানেজার সায়মনের কাছে পাঠানো সেই ই-মেইলে ড্যারেল বলেছেন, ‘নিউ সাউথ ওয়েলসের উইকেটরক্ষক পিটার নেভিলের কাছে ম্যাচের প্রথম দিনে বারবার ফিল্ডিং থেকে উঠে আসছিলেন ওয়ার্নার। এ নিয়ে বিরক্ত আম্পায়াররা স্মিথকে ব্যাপারটি অভিযোগ করে জানান ও ফেয়ার প্লে’র জন্য আহ্বান জানান। আম্পায়ারদের সাহায্য করতে বলেন।’

কিন্তু স্মিথ সেই অভিযোগকে পাত্তা দেননি। দলের ক্রিকেটারদেরকেও আম্পায়ারদের পরামর্শ মেনে চলতে বাধ্য করেননি। ড্যারেলের ভাষায়, ‘তারা (স্মিথ-ওয়ার্নার) আম্পায়ারদের কথা শোনেনি। আমি তখন আম্পায়ারদের সাহায্য করেছিলাম। দ্বিতীয় দিন সকালে দলের কোচ ট্রেন্ট জনসনকে আম্পায়াররা জানায়, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের জাতীয় দলের অধিনায়ককে বল-টেম্পারিং ইস্যুতে জড়িত দেখতে চায় না।’

এর আগে কেপ টাউনের ঘটনায় সংবাদ সম্মেলনে সবকিছু স্বীকার করেন স্মিথ। মূলত সরাসরি বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ক্যামেরন ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নার, স্মিথের ভাষায়, দলের ‘লিডারশিপ গ্রুপ’ জড়িয়ে ছিল পুরো ঘটনার সঙ্গে। তিনজনেই শাস্তি পেয়েছেন। স্মিথ-ওয়ার্নার যেখানে ১ বছর, সেখানে ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছে ৯ মাসের জন্য। পুরো ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন স্মিথ। ওয়ার্নারও এর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ