১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

ক্যাটরিনার বোনের বলিউড মিশন শুরু

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। এবার এ অভিনেত্রীর পথ ধরে বি-টাউনে পা রাখতে চলেছেন তার বোন ইসাবেলা কাইফ। বেশ কিছুদিন ধরেই বলিউডে ইসাবেলার অভিষেক নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে শেষ পর্যন্ত সুরাজ পাঞ্চোলির সঙ্গে টাইম টু ড্যান্স সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

২০১৪ সালে কানাডিয়ান সিনেমাডা. কেবি-তে অভিনয় করেন ইসাবেলা। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। টাইম টু ড্যান্স সিনেমা নিয়ে ইসাবেলা বলেন, ‘প্রথম হিন্দি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি কিন্তু আমার আর তর সইছে না। শুটিংয়ের জন্য আমরা প্রায় ৫০ দিন লন্ডনে থাকব এবং এই শিডিউলে সিনেমা শুরু ও শেষ হবে।’ সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সুরাজ। এতে বিভিন্ন স্টাইলে নাচতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে সুরাজ বলেন, ‘হ্যাঁ, আমরা সিনেমাটি করছি। এটি নাচ নিয়ে সিনেমা। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। গত দুই মাস ধরে প্রতিদিন এর মহড়া করছি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেমো স্যার এবং প্রযোজনা করছেন ভূষণ স্যার। এখানে নতুন নাচের ধরণ দেখানো হবে। ইসাবেলার সঙ্গে অভিনয় করাটা খুবই মজার। সে খুব নম্র ও শান্ত স্বভাবের। তবে কঠোর পরিশ্রমি। আমরা প্রতিদিন দশ ঘণ্টা মহড়া করছি।’

সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজার সহকারী স্ট্যানলি। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও রেমো ডিসুজা। প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘সিনেমাটি পরিচালনা করবেন রেমোর সহকারী স্ট্যানলি। রেমো ও আমি এটি প্রযোজনা করছি। এটা খুবই ইউনিক একটি নাচের সিনেমা। ভারতীয় সিনেমায় এ ধরনের নাচ আগে কেউ দেখেনি। সুরাজ ও ইসাবেলা অনেকদিন ধরেই নাচের মহড়া করছে। দর্শক এ ধরনের সিনেমা আগে দেখেননি। এই মাসের শেষে সিনেমাটির শুটিং শুরু করব।’

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ