১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

নেইমারকে নিয়ে সুখবর দিলেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক:

নেইমারকে নিয়ে সুখবর দিলেন পিএসজি কোচ উনাই এমেরি। জানালেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সেরে উঠবে সে। আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। নেইমারকে কেন্দ্রে রেখে ষষ্ঠবারের মতো সোনার ট্রফিটা স্পর্শ করে দেখার স্বপ্নের জাল বুনছেন ব্রাজিলিয়ানরা। এমন পরিস্থিতিতে এমেরির বক্তব্য প্রাণ জুড়াতে পারে তাদের।

ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতা ভেঙে যায়। এ জন্য ছুরি-কাঁচির নিচেও যেতে হয় তাকে। সফল অস্ত্রোপচার শেষে এখন তিনি রিও ডি জেনিরোতে নিজের বিলাসবহুল বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এ কারণে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবং প্রীতি ম্যাচে রাশিয়া ও জার্মানির বিপক্ষে খেলতে পারেননি তিনি।

আজ ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে লড়বে পিএসজি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমেরি বলেন, চলতি সপ্তাহে নেইমারের সঙ্গে আমি কথা বলেছি। সে ভালো আছে, আরামবোধ করছে। ফাইনাল নিয়ে আমরা কথা বলেছি। ও এ লড়াইয়ে চোখ রাখবে। নেইমারের অস্ত্রোপচার করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। ৩ মার্চ সফল অস্ত্রোপচার শেষে তিনি বলেন, মাঠে ফিরতে ব্রাজিল ফরোয়ার্ডের সময় লাগবে আড়াই থেকে তিন মাস।

তবে তার কথার বিপরীতে আশার বাণী শোনালেন পিএসজি কোচ, নেইমার এখন বেশ সুস্থ। শিগগির সেরে উঠবে সে। এতে বড়জোর সময় লাগতে পারে দুই থেকে তিন সপ্তাহ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ