১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

৫ এপ্রিল থেকে ‘পদ্মার প্রেম’ এর শুটিং শুরু

বিনোদন ডেস্ক:

‘পদ্মার প্রেম’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আইরিন ও সুমিত। হারুন-উজ-জামান পরিচালিত এই সিনেমায় বেশ কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হন তারা। ৫ এপ্রিল থেকে মানিকগঞ্জে প্রথম লটের শুটিং শুরু হবে জানালেন আইরিন। এ নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’ নায়িকা বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা ১৫দিন শুটিং করব। এরপর অল্প কিছু শুটিং বাকি থাকবে।’

সিনেমাটির গল্প নিয়ে তিনি বলেন, “পদ্মার প্রেম’ সিনেমায় ষাটের দশকের চিত্র দেখানো হবে। এখানে আমি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করবো। সিনেমাটির গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।”স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘পদ্মার প্রেম’ পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

আইরিনের সিনেমায় যাত্রা শুরু দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ