১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

শাহজালালে ৫ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

কালবৈশাখী ঝড়ের প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা। কয়েকটি ফ্লাইট শাহজালালে অবতরণের কথা থাকলেও চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে নেয়া হয়েছে। বৈরী অবহাওয়ার কারণে শুক্রবার বিকাল সোয়া ৪টা থেকে সোয়া ৯টা পর্যন্ত আবহাওয়া অফিস বিমানবন্দরে সতর্কতা জারি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর আবহাওয়া অফিসের এক কর্মকর্তা পরিবর্তন ডটকমকে জানান, বিকাল সোয়া ৪টা থেকে সোয়া ৭টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তীতে আরো দুই ঘণ্টা বৃদ্ধি করে সোয়া ৯টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়।

এসময় কোনো ফ্লাইট চলাচল করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব আবহাওয়ার অবস্থাটা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসিকে জানানো। ফ্লাইট আসবে কি যাবে, সেটা তাদের সিদ্ধান্ত।’ বিমানবন্দরের এটিসি কর্মকর্তা ওহিদুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। তবে একদম বন্ধ নেই ফ্লাইট উঠানামা।’

এসময় তিনি জানান, শুধু শাহজালালেই নয়, অন্য বিমানবন্দরগুলোতেও আবহাওয়ার কারণে সমস্যা হচ্ছে। যেমন- রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এলেও আবহাওয়া খারাপ থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। একইভাবে ইইউএস-বাংলা একটি ফ্লাইট সাড়ে ৩টায় রাজশাহীতে পৌঁছানোর কথা থাকলেও বিভিন্ন বিমানবন্দর ঘুরে ৬টার দিকে সেখানে পৌঁছায়।

জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বলেন, ‘আবহাওয়াজনিত কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফ্লাইট উঠানামা অাপাতত বন্ধ আছে। কিছু ফ্লাইট ঢাকাতে অবতরণ না করে চট্টগ্রামে গেছে। তবে আবহাওয়া ঠিক হলে স্বাভাবিক হয়ে যাবে, আমাদের বিমানবন্দরের কোনো সমস্যা নেই।’

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ