১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

হাসপাতাল ছাড়লেন শাকিব খান

বিনোদন ডেস্ক:

হঠাৎ অসুস্থ হয়ে গতকাল রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে আজ শুক্রবার অনেকটাই সুস্থ। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তিনি। শুধু তাই নয়, আজ বিকেল ৫টায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন এই তারকা। শাকিব খানের ঘনিষ্ঠ প্রযোজক মোহাম্মদ ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ছবির নাম এখনো চুড়ান্ত হয়নি।

ছবি চুক্তির পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শাকিব খান। সেখান থেকে স্কটল্যান্ডে যাবেন ‘ভাইজান এলোরে’ ছবির শুটিং করতে। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি।

শাকিব খানের ঘনিষ্টসূত্রে জানা গেছে, গত দু’দিন চট্টগ্রামের দুর্গম এলাকায় শুটিং করে ঢাকায় এসে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। কিছুটা অনিয়ম করার কারণে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই তারকা। অবশ্য এর আগেও গত বছরের শেষের দিকে একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের এ তারকাকে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ