২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫২

মালয়েশিয়ার জালে বাংলাদেশি মেয়েদের ১০ গোল

স্পোর্টস ডেস্ক:

হংকংয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের মেয়েরা গিয়েছে চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলতে। গত ডিসেম্বরে দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিল এই মেয়েরা। হংকংয়ে শুধু সেই ফর্মই বজায় রাখেনি তারা, তা ছাপিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠার হুমকিও দিচ্ছে। আর এর প্রথম সাক্ষী হল মালয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। একবার নয়, দু’বার নয়, গুণে গুণে দশবার তাদের জালে বল জড়িয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা, যদিও একটি গোল খেয়েছে। প্রথম ম্যাচেই ১০-১ গোলের অবিশ্বাস্য জয়ই পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।

প্রথমার্ধেই ৬ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মিনিটে প্রথম গোলটি করেন ডিফেন্ডার সাজেদা। এরপর ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করেন তহুরা। ২২ মিনিটে দলের একহালি গোল পূর্ণ করেন শামসুন্নাহার। এর দুই মিনিট পরে আবার গোল করেন আনাই মগিনি। আর এক ডজন গোল পূর্ণ করেন শামসুন্নাহার (জুনিয়র)। ৩৮ মিনিটে তার গোলের পর ব্যবধান দাঁড়ায় ৬-০ তে।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে মালয়েশিয়ার একমাত্র গোলটি খায় বাংলাদেশ। তবে এর পরের মিনিটেই জোড়া গোল করে ব্যবধান ৮-১ এ বাড়িয়ে নেন শামসুন্নাহার। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৯-১ করেন আনাই। আর ম্যাচের শেষ গোলটি হয়েছিল ৭০ মিনিটে, করেছিলেন নিলুফা ইয়াসমিন।

এর আগে গতবছর মালয়েশিয়ার সিনিয়র নারী দলের বিপক্ষে খেলে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার এই অনূর্ধ্ব-১৫ দল ও বাংলাদেশের মেয়েদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে পার্থক্য ২২ (মালয়েশিয়া ৮০, বাংলাদেশ ১০২)। সাফ চ্যাম্পিয়নশিপের সফলতার পর এই দলটিকে হারাতেও র‍্যাঙ্কিং কোন বাধা হতে পারেনি লাল সবুজের প্রতিনিধিদের জন্য।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ