১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

শরীয়তপুরে ৯ জুয়াড়ি আটক

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া ও স্বর্ণঘোষ এলাকায় অভিযান চালিয়ে নয় জুয়ারুকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ ১৯ হাজার ৪১২ টাকা জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পালং মডেল থানা সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার এসআই সাইফুল আলম পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় সদর উপজেলার কোটাপাড়া আনোয়ার হোসেন তালুকদারের ইটভাটার শ্রমিকের ঘর থেকে জুয়া খেলার সময় ছয় জুয়ারুকে আটক করেন তারা। আটকরা হচ্ছেন- এমদাদ হোসেন মোল্লা (৪৫), জাহাঙ্গীর আলম মোল্লা (২২), দেলোয়ার হোসেন মোল্লা (৪৫), ইকবাল হোসেন চৌকিদার (৩২) ও স্বপন মোল্লা (৩২)। এদের বাড়ি সদর উপজেলার ডোমসার ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে।

এ সময় পুলিশ জুয়ার আসর থেকে ১৭ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করেছে। এদিকে, পালং মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ একই রাতে স্বর্ণঘোষ এলাকায় অভিযান চালিয়ে  তিন জুয়ারুকে আটক করে। তারা হচ্ছেন- উজ্জল বেপারী (২৫), হারুন অর রশিদ (৩০) ও এনামুল হক (৪২)। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ হাজার ৯১২ টাকা ও তিনটি ঝোকার প্লেইনকার্ড জব্দ করে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ