মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের রিভিউ পিটিশন করা সম্পূর্ণভাবে বে-আইনি।
‘বিষয়টি আইনে আছে কিনা সেটির ব্যাখ্যা প্রয়োজন’ উচ্চ আদালতের বিচারপতিদ্বয়ের এ উক্তিটি উল্লেখ করে রিজভী বলেন, উচ্চ আদালতের বিচারকেরা রিভিউ পিটিশন বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। রিভিউ চাওয়া দুদকের আইনে নেই। এটি অত্যন্ত ষ্পষ্ট যে, দুদক স্বপ্রণোদিত হয়ে রিভিউ পিটিশনটি করেনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ, নিতাই রায় চৌধূরী, এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকারের নির্দেশেই দুদক এটি করেছে তা স্পষ্ট। উদ্দেশ্য হচ্ছে- বেগম খালেদা জিয়াকে হয়রানি করা। দুদকের এই রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণভাবে হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
বর্তমান সংসদের প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচন করতে সরকার যে সবকিছু ঠিকঠাক করে রেখেছে, এটি কারও জানতে আর বাকি নেই। বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধি নেই। এরা গণতন্ত্রকে ‘দূরের তারা’ বানিয়ে রেখেছে। লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত আ্রন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বৈরাচারী’ সরকারের নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা একদিকে যেমন অবৈধ হবে, অন্যদিকে তাদের নেতৃত্বে কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বর্তমান ‘গণবিরোধী’ সরকার এবার গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না।
দেশের কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার সমর্থকরা ‘সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে’ অভিযোগ করে রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে জানান, ইতিমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রিজভী বলেন, নির্বাচনগুলোয় বরাবরের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। নির্বাচনকে ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলার নাজিরহাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা করে সরকারের সন্ত্রাসীরা। আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টসহ ৪ জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। সবকিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল, নির্বিকার ভূমিকা পালন করছে।
এ ছাড়া ফেনী, কুমিল্লা, যশোর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা, গ্রেফতার এবং হয়রানি বন্ধের আহ্বান জানান রিজভী।
দৈনিকদেশজনতা/ আই সি