২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৩

বসুন্ধরা পেপার মিলসের আইপিও আবেদন শুরু ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের আইপিও আবেদন আগামী ২৬ এপ্রিল শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ মে পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৬তম কমিশন সভায় কোম্পানিটিকে আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেড প্রায় ২০০ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। কোম্পানিটি ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ারের ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ৮০ টাকা দরে যোগ্য বিনিয়োগকারীদের নিকট বিক্রয় করবে।

বাদবাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কোম্পানিটি ৭২ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসী বাংলাদেশীসহ) নিকট বিক্রয় করবে।

সূত্র জানায়, প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ঋণপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (রিভ্যালুয়েশনসহ) ৩০.৪৯ টাকা ও শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (রিভ্যালুয়েশন ছাড়া) ১৫.৭৯ টাকা এবং গড় হারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা (ওয়েটেড অ্যাভারেজ)।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ