১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

কিম-ইনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে আগামী ২৭ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ। আগেই ঐতিহাসিক এ বৈঠকের ঘোষণা দেন দুই নেতা। তবে এর জন্য নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দুই কোরিয়া ভাগ হওয়ার পর এটি হবে তৃতীয় বৈঠক।

এ ছাড়া আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, আমেরিকান প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে গত রোববার চীন সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও ইনের সঙ্গে বৈঠকের আগে প্রস্তুতি হিসেবে চীন সফর করেছেন কিম।

আবার কেউ কেউ বলছেন, রোববার থেকে বুধবার পর্যন্ত কিমের বেইজিং সফর ছিল বিশ্বকে এটা বোঝানো যে, চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব কতটা ঘনিষ্ঠ।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও কিমের মধ্যে এ নিয়ে হুমকি ও পাল্টা হুমকির ঘটনাও ঘটে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধির সঙ্গে মুন জায়ে ইনের আলোচনার পর এই বৈঠকের ব্যাপারে সম্মত হয় দুই পক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১২:৫০ অপরাহ্ণ