১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কালের পুতুল

বিনোদন ডেস্ক:

তেমন কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে আকা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’। মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন দর্শক।

প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানায়, শুক্রবার সিনেমাটি ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড ও শ্যামলী, ময়মনসিংহের ছায়াবানী, দিনাজপুরের মডার্ন এবং খুলনার লিবার্টিতে ‍মুক্তি পাবে।

ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পায় ‘কালের পুতুল’। অনলাইনে সম্প্রতি ট্রেলার ও একটি গান মুক্তি পেলেও খুব একটা শোরগাল নেই রহস্যধর্মী সিনেমাটি নিয়ে। যদিও ট্রেলার উত্তেজনাকর কাহিনির ইঙ্গিত দিচ্ছে।

 

দুই বছর আগে ‘কালের পুতুল’-এর শুটিং শুরু হয় বান্দরবানে। এতে একজন সাইক্রিয়াটিস্টের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।

ছবিটিতে শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, বীথি রানী সরকার, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুসহ আরো অনেকেই অভিনয় করেছেন।

এর আগে ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’-এ বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয় ‘কালের পুতুল’।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ