১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

গোপালগঞ্জে বিজিবির টহলরত গাড়ি খাদে, আহত ৮

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজিবির টহলরত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছে। বৃহম্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগান উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ফারুক জানান, কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকায় পারকোনা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন।

এর মধ্যে আহত যশোর ৪৯ বিজিবি সদস্য আশরাফ ও আজাদ এবং তিন ভ্যানযাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মন্ডল জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ