২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৯

বল টেম্পারিং: মাস্টার মাইন্ড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল বিকৃতির কেলেঙ্কারি এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। তারই জের ধরে দলের তিন শীর্ষস্থানীয় ক্রিকেটারের ক্যারিয়ার সমাপ্তির পথে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্দেশে অধিনায়ক স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট দেশে ফিরেছেন। পাশাপাশি সংস্থাটি নিশ্চিত হয়েছে, কেপটাউন টেস্টের তৃতীয় দিনের বল টেম্পারিংয়ের ঘটনার ‘মাস্টার মাইন্ডের’ ভূমিকা পালন করেছেন ওয়ার্নার।

সিএ’র সাথে ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছে, ‘সব সত্যই বেরিয়ে আসতে শুরু করেছে’। টেম্পারিংয়ের ঘটনা প্রকাশের পর সিএ’র অভ্যন্তরীণ তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের কাছে টিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ওয়ার্নারকেই প্রকৃত সমস্যা হিসেবে উত্থাপন করা হয়েছে।

জানা গেছে, বল টেম্পারিংয়ের কার্য সম্পাদনে তিনি বেছে নেন ওপেনিং পার্টনার ক্যামেরুন ব্যানক্রফটকে। এ ক্ষেত্রে ওয়ার্নার অনুমোদনও নেন অধিনায়ক স্টিভেন স্মিথের। ওয়ার্নারের ওপর ক্ষুব্ধ অসি পেসার স্টার্ক, হ্যাজলহুড ও সিনিয়র স্পিনার নাথান লিয়নও। তারা জানান, কেপটাউনের উইকেট থেকে বাড়তি সুইং পেতে বলের আকৃতি পরিবর্তন অপরিহার্য’ অসি ড্রেসিংরুমে এ ধারণা প্রতিষ্ঠিত করেন ওয়ার্নার। যদিও সর্বশেষ এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেম্পারিং ঘটনার বিষয়ে টিম অস্ট্রেলিয়ার প্রত্যেকেই অবগত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১১:৪৯ পূর্বাহ্ণ