১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

প্রিয়া প্রকাশের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়া সেনসেশন প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে প্রিয়াকে এক বন্ধুর সঙ্গে ফিস স্পা করতে দেখা যাচ্ছে। তার ওই বন্ধু মাছ ভরা পাত্রে পা ডুবিয়ে বসে রয়েছেন। প্রিয়ার ওই বন্ধু সম্ভবত প্রথমবার ফিস স্পা করছেন। ওই পাত্রে পা রাখতেই তার সুড়সুড়ি লাগছে। আর তা দেখে হেসে গড়িয়ে পড়ছেন প্রিয়া। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

উল্লেখ্য, একটি ভিডিওর সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা হয়ে ওঠেন প্রিয়া। ইন্সটাগ্রামে প্রতিটি প্রোমোশনাল পোস্টের জন্য ৮ লক্ষ টাকা নেন। এর কারণ, তার একটি পোস্টের জন্য অনুরাগীরা অপেক্ষায় থাকেন। মালায়লাম সিনেমা ওরু আদার লাভ-এর একটি গানে চোখের ইশারায় প্রেম নিবেদন করে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন। ১৮ বছরের প্রিয়ার ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৫ মিলিয়ন।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ