আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রতিক এক সফরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী। পাকিস্তানি মিডিয়ায় যখন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে তখনই এই খবর প্রকাশিত হলো।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান সরকারের বেশ কিছু ব্যক্তির ওপর অবরোধ ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্পের সরকার। এরই মধ্যে সোমবার পাকিস্তানি সাতটি কোম্পানির বিরুদ্ধে অবরোধ দিয়েছে ওয়াশিংটন। পারমাণবিক বাণিজ্যের সঙ্গে তাদের সম্পর্ক থাকার সন্দেহে এসব কোম্পানির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
দৈনিকদেশজনতা/ আই সি