২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫২

ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবি আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক:

ইথিওপিয়ার ক্ষমতাসীন জোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবি আহমেদ। তাই ওরমো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৪২ বছর বয়সী এই নেতাই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, জোটের কাউন্সিলে ১০৮টি ভোটের সবক’টি আহমেদের পক্ষে পড়েছে।
দেশটির ক্ষমতাসীন জোট ইথিওপিয়ান পিপলস রেভুলশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট (ইপিআরডিএফ) ৫৪৭ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ। গত ১৫ ফেব্রুয়ারি জোটের নেতা হেইলেমারিয়াম হঠাৎ জোটের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। তবে উত্তরসূরি নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছিলেন তিনি। তিন বছর ধরে দেশটির উপজাতীয় গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। হেইলেমারিয়াম রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ২:০০ অপরাহ্ণ