১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪২

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর সমর্থন অব্যাহত থাকবে: তেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক:

নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্কটের কথা জাতিসংঘে বারবার তোলা হচ্ছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, এই সঙ্কট সমাধানে মিয়ানমারকে তারা চাপ দিয়ে যাচ্ছেন।
দেশটির পার্লামেন্টে একটি কমিটির বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।-খবর আনাদুলু অনলাইন।
তেরেসা মেকে প্রশ্নটি করেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির প্রধান স্টিভেন টুইগ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে এবং মানুষ যাতে তাদের কথা ভুলে না যায়, এ জন্য যা কিছু করা দরকার, আমরা তাই করব। এতে মানুষের সচেতনা আরও বাড়বে বলে মনে করেন তিনি।

গত বছর আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করে। এতে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ