১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

শুটিং ফ্লোরে ঊর্মিলা

বিনোদন ডেস্ক:

অনেকটা বাধ্য হয়ে শুটিংয়ে ফিরতে হলো ঊর্মিলা শ্রাবন্তী করকে। সম্প্রতি কিডনি সমস্যায় এ অভিনেত্রীকে দুই দফা অপারেশনের ছুরি-কাঁচির নিচে যেতে হয়। চিকিৎসক তাকে একমাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শিডিউল ঠিক রাখতেই শুটিং ফ্লোরে ফিরলেন ঊর্মিলা।

জানা যায়, সম্প্রতি সহশিল্পীর শিডিউল পরিবর্তনের উপায় না থাকায় গভীর রাত পর্যন্ত কল্লোল রহমান নির্দেশিত একটি নাটকের শুটিং করতে হয়েছে তাকে। ঊর্মিলার সহশিল্পী ছিলেন আফরান নিশো। পরদিন সৈয়দ শাকিল পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘সোনার শেকল’-এর শুটিংয়ে অংশ নেন। রাজধানীর উত্তরায় এই ধারাবাহিকের শুটিং লোকেশনে ১৫ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঊর্মিলা। এরপর হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

এদিকে বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া চলতি সপ্তাহেই গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় পয়লা বৈশাখের একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন ঊর্মিলা।

এ প্রসঙ্গে ঊর্মিলা জানান, চিকিৎসকের নির্দেশ আছে বিশ্রামে থাকার। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে কিছু কাজ কোনোভাবেই এড়িয়ে যেতে পারছেন না।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ