১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

দেশে ফেরত পাঠানো হল স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফটকে

স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং এর কাণ্ডে তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বরখাস্ত হওয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বোলার ক্যামেরন ব্যানক্রফটকে দেশে ফেরত পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সাথে স্মিথকে স্থায়ী ভাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার কেপটাউনে এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করার কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় আইসিসি স্মিথকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। জরিমানা করা হয় তাঁর ম্যাচ ফি। ব্যানক্রফটকে নিষেধাজ্ঞা না দিলেও করা হয় ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ