১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

আর্জেন্টিনাকে ফেবারিট মনে করেন না মেসি

স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের জুনেই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ উপলক্ষ্যে নিজেদের ঢেলে সাজানোর চেষ্টায় আছে দলগুলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে আর্জেন্টাইন সুপারস্টার মেসি বলেন, ‘আমরা নিজেরা নিজেদের কাছে ঋণী। আমরা জনগনকে এখনো কিছুই দিতে পারিনি। তবে আমরা সর্বদাই সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা তিনটি ফাইনালে খেলেছি। কিন্তু একটিতেও জিততে পারিনি। হয়তো সৃষ্টিকর্তাই চাননি আমরা জিতি। আমাদের দলের অনেকেই হয়তো শেষবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছি। এটা আমাদের শেষ সুযোগ এবং আগের তুলনায় বেশি প্রত্যাশা এখানে।’

রাশিয়া বিশ্বকাপে সুযোগ কাজে লাগানো প্রসঙ্গে মেসি বলেন, ‘আমাদের অনেকেই হয়তো আর সুযোগ পাবো না। আপনাকে মনে করতে হবে এটাই শেষ বিশ্বকাপ এবং এখানকার সুযোগগুলো কাজে লাগাতে হবে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রজন্ম সরে যাবে এবং দলে নতুন খেলোয়াড়রা আসবে।’

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখলেও দলটিকে ফেবারিট মানতে নারাজ মেসি। এ্র প্রসঙ্গে বার্সা সুপারস্টারের বক্তব্য, ‘আর্জেন্টিনা প্রতিবারই এই মেজর টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য প্রার্থী। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান পরিস্থিতি, খেলা এবং খেলার ধরনের কারণে সময় বিবেচনায় আমরা ফেবারিট দল নই। আমরা মনে হয় স্পেন, ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্স আমাদের চেয়ে অনেক ভালো দল।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ