স্পোর্টস ডেস্ক:
২০১৩ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের বিশৃঙ্খলাজনিত এক ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ড গিয়েছিলেন ইংল্যান্ডে। তৎকালীন কোচ মিকি আর্থারকে অপসারণ করে সে সময় দায়িত্ব দেয়া হয় বর্তমান কোচ ড্যারেন লেম্যানকে। এবার বল ট্যাম্পারিংয়ের ঘটনায় সাডারল্যান্ড গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, মঙ্গলবারই অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন লেম্যান। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট সহ ট্যাম্পারিংয়ে যুক্ত সব খেলোয়াড়ই সিএ’র দেয়া শাস্তির মুখে পড়বেন।
শনিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল ট্যাম্পারিং চেষ্টায় ধরা পড়েন ব্যানক্রফট। পরবর্তীতে স্মিথ দায় স্বীকার করে নেন। যদিও তিনি বলেছিলেন এই ঘটনায় কোচ লেম্যানের কোন হাত ছিল না। লিডারশিপ গ্রুপের সিদ্ধান্তেই বল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছিল। এরপরই দক্ষিণ আফ্রিকায় তদন্ত দল পাঠায় সিএ। সাডারল্যান্ডও চলে আসেন সেখানে।
আইসিসির পক্ষ থেকে স্মিথকে ৪টি ডিমেরিট পয়েন্ট দিয়ে সিরিজের শেষ টেস্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জরিমানা করা হয়েছে পুরো ম্যাচ ফি। ব্যানক্রফটকে ৭৫ শতাংশ ম্যাচ ফি’র পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আর সিএ’র তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করার পর বুধবার সকালে বোর্ডটির পক্ষ থেকে জড়িত সবার শাস্তি ঘোষণা করা হবে।
তবে লেম্যান মঙ্গলবারই পদত্যাগ করবেন বলে জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো। কোচের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত রাখা হয়েছে সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে। তাদের আরো খবর অনুযায়ী, স্মিথকে চিরতরে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হতে পারে। এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার।
দৈনিকদেশজনতা/ আই সি