লাইফ স্টাইল ডেস্ক:
বর্তমানে বিভিন্ন টিভি সিরিয়ালেও মেয়েদের ধূমপানের সিন দেখানো হয়। বড় পর্দায় তো কথাই নেই। দিন দিনই মেয়েদের ধূমপানের প্রবণতা বাড়ছে। আর সেটি যেন আমাদের চারপাশের কাছে স্বাভাবিকও হচ্ছে। কেউ কিছু মনে করছে না। মনে মনে হয়তো বলছে- পুরুষ ধূমপান করতে পারলে মেয়েরা কেন নয়? সবাই চুপ।
এশিয়ায় ধূমপায়ী মেয়ের সংখ্যা গত ক’বছরে অনেক বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, বাংলাদেশে মহিলা ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে৷ বর্তমানে তার হার ২৮ শতাংশ৷ চার কোটিরও বেশি মানুষ নিয়মিত ধূমপান করে৷ ২০০৪ সাল থেকে তা বেড়েছে প্রায় ৩৭ শতাংশ৷ ধূমপানে মহিলারাও এগিয়ে আসছেন৷ শহুরে মহিলাদের একটি অংশের হাতে সিগারেট শোভা পাচ্ছে। অথচ বছর দশেক আগেও এমন দৃশ্য হরহামেশা দেখা যেতো না।
ধূমপান এমন একটা নেশা যার কোনো উপকারিতা নেই। ধূমপানের স্বপক্ষে বলার কিছু নেই। তবু পৃথিবীব্যপী মানুষ যুগ যুগ ধরে আরও অনেক নেশার মতো ধূমপানে আসক্ত। এখন পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও অবাধে ধূমপান করছে।
গবেষণায় দেখা গেছে, ধূমপানে পুরুষের চেয়ে নারীদের ক্ষতি বহুগুণ বেশি হয়। আজ সেরকমই কিছু ক্ষতিকর দিক পাঠকের জন্য তুলে ধরা হলো। সম্প্রতি ভারতের গবেষণা প্রতিষ্ঠান অ্যাসোচ্যাম সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দেশটির নারীদের ধূমপানের বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি ধূমপানে নারীদের ক্ষতির বিষয়গুলো দেখানো হয়েছে।
গবেষণা বলছে, “কোনও মহিলা দিনে ১০টি কিংবা তার বেশি সিগারেট খেলে তার গর্ভধারণ ক্ষমতা হ্রাস পায়, সে আর সন্তান জন্ম দিতে পারে না। সিগারেটের অভ্যাস থেকে একের পর এক নিকোটিনের লেয়ার মহিলাদের উর্বরতা শক্তি হ্রাস করে এবং এই সমস্যা বন্ধ্যাত্বও এনে দেয়”। অথচ জেনে কিংবা না জেনে বহু মহিলাই নিয়মিত ধূমপান করেন। গর্ভবতী হওয়ার পরেও অভ্যাসবশত ধূমপান করেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, যে সব মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় ধূমপান করেন, তাদের সন্তানদের কিডনির সমস্যা হতে পারে।
গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় যে সমস্ত মহিলা ধূমপান করেন, তাদের সন্তানরা মাত্র তিন বছর বয়স থেকেই কিডনির সমস্যায় ভুগতে পারেন। এমনকি কিডনি ড্যামেজও হতে পারে। তুলনায় যে সমস্ত মহিলা প্রেগন্যান্ট অবস্থায় ধূমপান করেন না, তাদের সন্তানদের কিডনির সমস্যার সম্ভাবনা কম থাকে। প্রস্রাবে অস্বাভাবিক পরিমাণ প্রোটিন, প্রোটেইনিউরিয়া প্রভৃতি শিশুকালে কিডনি ড্যামেজের লক্ষণ। তিন বছর বয়স থেকেই কিডনির সমস্যা হতে পারে। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন যে, গর্ভাবস্থায় ধূমপান করলে, শিশুর সময়ের আগেই জন্ম, ওজন কম এবং নিওন্যাটাল অ্যাসফিক্সিয়া প্রভৃতি রোগ হতে পারে। শিশুকে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করতে হলে মহিলাদের কখনও গর্ভবতী অবস্থায় ধূমপান করা উচিৎ নয়।