১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

আইরিন এবার সুইটি

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা। চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। তবে এবার মিউজিক ভিডিওতে ‘সুইটি’ হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ‘সুইটি’ শিরোনামের এ গানটির সুর,  সংগীত ও কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্রোপাধ্যায়। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত বিগ বাজেটের মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিব রাম।

ইতোমধ্যে এর দৃশ্যায়ন শেষ হয়েছে। আগামী পয়লা বৈশাখে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে রাইজিংবিডিকে জানান আইরিন। আইরিন সুলতানা ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া তিনি ‘পদ্মার প্রেম’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখালেন। হারুন-উজ-জামান পরিচালিত এই সিনেমায় বেশ কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হন আইরিন।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ