২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪১

টেস্ট ক্রিকেট ছাড়ছেন আমির

স্পোর্টস ডেস্ক:

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন মোহাম্মদ আমির। এরপর থেকে পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন তিনি। পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বেও থাকেন তিনি। কিন্তু নিজের ক্রিকেট ক্যারিয়ারকে প্রলম্ভিত করার জন্য টেস্ট ক্রিকেটে বিরতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন তিনি। এ বিষয়ে ইতিমধ্যে আমির পাকিস্তান দলের কোচ মিকি আর্থারের সঙ্গেও কথা বলেছেন। তবে তিনি টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। সাময়িক সময়ের জন্য টেস্ট খেলা থেকে বিরত থাকতে চান।

এ বিষয়ে মোহাম্মদ আমির বলেন, ‘২০১০ সালের পর থেকে ক্রিকেট আমার জন্য ভিন্ন জিনিস। সেই সময় থেকে আমি আমার মূল্যবান ৫টি বছর হারিয়েছি। যদি আমি ওই সময়টা খেলতে পারতাম তাহলে আমার টেস্টের সংখ্যা হতে পারত ৭০-৮০টি। আমি সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব না। হারানো সময় ফিরিয়ে আনতে পারব না। তবে আমি আমার কাজের চাপ কমাতে পারব। যাতে আমার ক্যারিয়ার প্রলম্ভিত হয়। আমি যতোদিন পারি খেলে যেতে চাই। আসলে এখন প্রত্যেকটি দিনই আমার বসয় বাড়ছে। আমি জানি আমার ভক্তরা চায় আমি খেলা চালিয়ে যাই। তবে যদি আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন তাহলে দেখবেন আমি একজন মানুষ, আয়রন ম্যান নই। এখনো ক্রিকেটের প্রতি আমার প্যাসন রয়েছে। আমি আমার ভক্তদের জন্য ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। লম্বা সময়ের জন্য দেশকে সেবা দিতে চাই। আমি এ পর্যন্ত ৩০টি টেস্ট খেলেছি। সামনের কয়েকটি বছর হয়তো আমি কিছু টেস্ট মিস করতে পারি। হয়তো ৫০ টেস্টের পর টেস্ট খেলা ছাড়তে পারি।’

তিনি আরো বলেন, ‘মিকি আর্থারের সঙ্গে আমি একটি চুক্তি করেছি। এখনকার দিনে অনেক ক্রিকেট খেলতে হয়। সে জন্য রোটেশন পদ্ধতি রয়েছে। যাতে করে সবাই দেশের হয়ে খেলতে তরতাজা ও পুরোপুরি ফিট থাকে। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনা ভালোভাবে কাজ করছে। আমি বলব না যে আমি আর টেস্ট খেলতে চাই না। আমি নিজেকে নতুন করে আবিস্কার করতে চাই। কিছু সময়ের জন্য বিশ্রাম দিতে চাই। গুরুত্বপূর্ণ কোনো সিরিজ কিংবা ম্যাচে খেলতে চাই। যেটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা করে থাকেন। আমরা কেন করতে পারব না? আমাদের অনেক সম্ভাবনাময় বোলার রয়েছে। তাদেরকেও সুযোগ দিতে হবে। এমন নয় যে আমি আজীবনই খেলে যেতে পারব। তবে যতোদিন খেলে যেতে পারব, ততোদিন যাতে নিজের সেরাটা দিয়ে খেলে যেতে পারি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ