১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

মুক্তির আগেই রেস থ্রি আয় করলো ১৫০ কোটি

বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। শোনা যাচ্ছে- ছবিটির স্যাটেলাইট সত্ত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ‘রেস থ্রি’র স্যাটেলাইট সত্ত্বর জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু নির্মাতারা তাতে রাজি হননি। পরে সেটি বাড়িয়ে ১৫০ কোটি রুপিতে নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে ছবির একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত বছর সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ স্যাটেলাইট সত্ত্ব থেকে আয় করেছে ৭০ কোটি রুপি। যা এর আগে বলিউডের কোনো ছবির জন্য দেওয়া হয়নি। ‘রেস থ্রি’তে সালমান খান অভিনয় করায় সেটি বাড়িয়ে দ্বিগুণ করেছেন প্রযোজক রমেশ তুরানি।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’তে সালমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৩:১২ অপরাহ্ণ