১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

মূল্য বৃদ্ধির পর স্থিতিশীল অবস্থায় রয়েছে বাজার

নিজস্ব প্রতিবেদক:

দফায় দফায় কয়েক সপ্তাহ ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পর স্থিতিশীল অবস্থায় রয়েছে বাজার। রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম বেড়েছে এবং সহসাই এই বাড়তি মূল্য কমার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

রোববার  ( ২৫ মার্চ) রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০, শেওড়াপাড়া, মহাখালী ও বাড্ডা এলাকার বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

 রাজধানীর বাজারগুলোতে ঘুরে সর্বশেষ খুচরা মূল্য অনুযায়ী, নাজিরশাইল চাল ৬৬, মিনিকেট (মানভেদে) ৬৩ থেকে ৬৬, পাইজাম ৬৬, বিআর-২৮ ৫৩ থেকে ৫৬, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১০০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৪০, আমদানি পেঁয়াজ ৩০,  আমদানি রসুন ১১০ থেকে ১২০, দেশি রসুন ৯০ থেকে ১০০, চিনি  ৬০ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি গাজর ৩০, আলু ১৫ থেকে ২০, টমেটো ২০ থেকে ৩০, পটল ৫০, কাঁচাকলা হালি ২৫, কচুর লতি ৬০, পেঁপে ৩০, বেগুন ৪০, শিম ৩০ থেকে ৫০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৬০, ধনিয়াপাতা ১৫০, ঢেঁড়স ৪০ থেকে ৫০, বেগুন ৩০ থেকে ৪০, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪০, করলা ৪০ থেকে ৫০, শশা ৪০ দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লাউ প্রতিপিস ২০ থেকে ৩০, প্রতিপিস বাঁধাকপি ও ফুলকপি ৩০, লেবু হালি ২৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২০, কাতল ২৫০, পাঙ্গাশ  ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১২০ থেকে ১৫০, শিং ৩০০ থেকে ৩৫০ ও চিংড়ি ৪৫০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৩২০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস ৪৫০

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ২:৫৯ অপরাহ্ণ