১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

শুটিংয়ে ফিরেছেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতি রেস-থ্রি সিনেমার শুটিং সেটে আহত হন তিনি। পরবর্তী সময়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন জ্যাকলিন। তবে বাকি দৃশ্যগুলো সানগ্লাস পরে শুটিং করতে হবে তাকে।

২৪ মার্চ ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জ্যাকলিন ফার্নান্দেজ বলেন, ‘আপনাদের সবাইকে সুস্থতা কামনার জন্য ধন্যবাদ। আমার ডান চোখে আঘাত পেয়েছি এবং এখন আমার পুরো ক্লাইমেক্স দৃশ্যগুলো সানগ্লাস পরে করতে হবে। সুতরাং আশ্চর্য হবেন না। সর্বশেষ কথা, যখন স্কোয়াশ খেলবেন গোগলস পরার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রতিপক্ষ যখন বলে আঘাত করবে তখন পিছে তাকাবেন না।’

রেস-থ্রি’র শুটিংয়ের ফাঁকে স্কোয়াশ খেলছিলেন জ্যাকলিন। এই সময় স্কোয়াশ বল সরাসরি তার চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়। তার চোখ থেকে রক্ত ঝরা বন্ধ হচ্ছিল না। পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

রেস-থ্রি সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা। সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। এতে অভিনয় করছেন সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ প্রমুখ। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১:৫৪ অপরাহ্ণ