১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

মিসিং টাবুর মেয়ে

বিনোদন ডেস্ক:

হ্যাঁ, খবরটি সত্যি। নিখোঁজ টাবুর কন্যা। তবে তা সেলুলয়েডে। ফের সাসপেন্স(উদ্বেগজনক) থ্রিলারে(কাহিনি) দেখা যেতে চলেছে অভিনেত্রী টাবুকে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা। তিন বছর আগে ‘দৃশ্যম’ ছবিতে তার অভিনয় বেশ নজর কেড়েছিল। এরপর ২০১৮ সালে আরও একবার সেই চেনা গন্ডিতেই দেখা দিতে চলেছে তিনি।

টানটান উত্তেজনা মোড়কে মোড়া তার আপকামিং(আসন্ন) ছবি মিসিং। ছবিতে টাবু ছাড়াও অভিনয় করছে মনোজ বাজপেয়ী, আন্নু কাপুরের মতো অভিনেতারা। পরিচালনা করছেন মুকুল অভয়াঙ্কার। সম্প্রতি মুক্তি পেয়ে্ছে ‘মিসিং’-এর ট্রেলার।

এই ছবিতে টাবুর বিপরীতে বহুদিন পরে মনোজ বাজপেয়ীকে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে টাবু, ইরফান এবং তাদের ছোট্ট একটি মেয়ে ভ্যাকেশনে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের মেয়েটি হারিয়ে যায়। সেই কেসটি ইনভেস্টিকেশন(অনুসন্ধান) করতে আসে আন্নু কাপুর। এরপর কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্য।

 

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ২:১২ অপরাহ্ণ