বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক পুরস্কার জয়ী নন প্রফিট অগ্রানাইজেশন ‘এডুকেট গার্লস’ এর শুভেচ্ছো দূত হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নারী শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন ভেবে আপ্লুত ‘টাইগার জিন্দা হ্যায়’ নায়িকা। এই সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে তিনি আরও একবার নারী শিক্ষা ও লিঙ্গ সমতা নিয়ে আওয়াজ তুলতে পারবেন।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলছেন, ‘গত এক দশক ধরে ‘এডুকেট গার্লস’ সরকারের সঙ্গে একজোট হয়ে স্কুল ছেড়ে দেয়া মেয়েদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সংগঠনটির এই প্রচেষ্টার কাজে পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ, তারা এমন একটা ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছে, যেখানে মেয়েরা কোয়ালিটি শিক্ষা পাওয়ার ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার পাবে।’
গ্রামীণ এবং বিশেষ করে উপজাতি শ্রেণির মানুষদের মধ্যে দীর্ঘ সময় ক্যাটরিনা কাজ করেছেন। যাতে ভারতে মেয়েদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসব দূর হয়। তিনি বলছেন, ‘এডুকেট গার্লস’ যেসব প্রোগ্রাম মডেল নিয়ে কাজ করে সেগুলো খুবই সময়োপযোগী ও দীর্ঘস্থায়ী। কমিউনিটি ওনারশিপ তত্ত্বের ওপর তৈরি হয়েছে এসব মডেল। এই মডেলের মধ্যে জড়িয়ে রয়েছে গ্রামীণ পরিবেশ, গ্রামের মোড়ল এবং স্থানীয় প্রশাসন ছাড়াও সেই সব স্কুলের প্রধানরা যারা এই পরিবর্তন চান।
‘এডুকেট গার্লস’ এর প্রতিষ্ঠাতা সাফিনা হোসেন বলেছেন, এটা অত্যন্ত সম্মানের ব্যাপার যে, আমাদের সংগঠনটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে রাজি হয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি যোগ দেয়ার ফলে লিঙ্গ-সাম্য এবং মেয়েদের শিক্ষার ব্যাপারে আমাদের আওয়াজ আরও জোরালো হবে বলে আশা করছি। এছাড়া জাতীয় মিশন বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রেক্ষিতে তার যুক্ত হওয়াটাও গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, রাজস্থান ও মধ্যপ্রদেশ-এর গত এক দশকে ১২ হাজার গ্রাম এবং ২১ হাজার স্কুলে শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছে নন প্রফিট অগ্রানাইজেশন ‘এডুকেট গার্লস’।