২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮

গরুর মাংসের ভুনা কাবাব

লাইফ স্টাইল ডেস্ক:

গরুর মাংস খেতে কার না পছন্দ হয়।গুরুর মাংস ভুনা হয়তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনো কি গুরুর মাংসের ভুনা কাবাব খেয়েছেন।আপনার প্রতিদিনের মাংস রান্নায় ভিন্ন স্বাদ পেতে এবং অতিথি অপ্যায়নে ও পরিবারে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন গরুর মাংসের ভুনা কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর মাংসের ভুনা কাবাব।

উপকরণ

মাংস এক কেজি, তেল পরিমাণমতো, তেজপাতা একটি, এলাচ দুটি, দারুচিনি তিন টুকরা, লবঙ্গ দুটি, পেঁয়াজ স্লাইস দুই কাপ, জিরা বাটা দুই চা চামচ, জয়ত্রি বাটা কোয়ার্টার চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, ধনে বাটা দুই চা চামচ, গোলমরিচ বাটা এক চা চামচ, টকদই এক কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে মাংস পাটায় ছেঁচে কিমা করুন। এরপর তেলে তেজপাতা, গরম মসলা ও পেঁয়াজ দিয়ে ভাজুন। এরপর পেঁয়াজ হালকা বাদামি রং হলে তুলে রাখুন। এবার এক চা চামচ জিরা তেলে অল্প ভেজে পেঁয়াজের সঙ্গে তুলে রাখুন। এরপর ভাজা পেঁয়াজ ও জিরা বেটে নিন। এরপর মাংস তেলে ভেজে নিন। এবার মাংস ভাজা হলে অন্যান্য বাটা মসলা, দই ও লবণ মাংসে দিন। এরপর মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিন। এরপর ঢেকে অল্প আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষিয়ে নিন। এরপর নামানোর আগে বাটা পেঁয়াজ ও গরম মসলা দিয়ে অল্পক্ষণ কষিয়ে নিন। এরপর তেল মাংসের ওপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভুনা কাবাব।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ