১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

অসুস্থ প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়া অসুস্থ? ভাইরাল ফিভারে আক্রান্ত তিনি। অসুস্থ হয়ে দেশের বাইরেই রয়েছেন পিগি চপস খ্যাত নায়িকা। তবে শরীর খারাপ হওয়ার পর পরই সমস্ত কাজ একপাশে সরিয়ে রেখে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছেন, ততদিন প্রিয়াঙ্কা বাড়িতেই থাকবেন বলে জানা যাচ্ছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

‘কোয়ান্টিকো’-র শুটিং বন্ধ রেখে আপাতত মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। মায়ের সঙ্গে সময় কাটানোর সেই ছবি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। বলিউড অভিনেত্রীর অসুস্থতার খবর জানার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। তবে আপাতত ভাল আছেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে হলিউড যাত্রা শেষ করে এবার বলিউডে ফেরার তোড়জোড় শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, সালমান খানের ‘ভারত’-এ দেখা যাবে তাকে। প্রায় ১০ বছর পর সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ