১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট। কেপ টাউনের নিউল্যান্ডসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
আর এই ম্যাচকে ঘিরে গতকাল সেরা একাদশ ঘোষণা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের একাদশ নিয়েই মাঠে নামবে সফরকারীরা। এখনও দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা করা হয়। টসের সময়ই জানা যাবে তাদের সেরা একাদশ। চার টেস্টের সিরিজে এখন ১-১ সমতায়।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, শন মার্শ, মিচেল মার্শ, টিম পাইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১০:৩২ পূর্বাহ্ণ