নিজস্ব প্রতিবেদক:
কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি ৩ বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। গত বুধবার তিনি জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিজি ০৭২ ফ্লাইটে দুপুর দেড়টায় ত্রিভুবন এয়ারপোর্ট থেকে লাশ ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।
১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন। নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের লাশ সোমবার দেশে ফেরত এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শনাক্তের অপেক্ষায় ছিল- নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ। গত মঙ্গলবার সকালে নজরুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়। এরপর বুধবার পিয়াস রায় ও আলিফুজ্জামানকে শনাক্ত করা হয়।
দৈনিকদেশজনতা/ আই সি