১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

বিশ্বকাপে মেসিদের জার্সি কালো

স্পোর্টস ডেস্ক:

আর ৮৪ দিন পর মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস নয়টি দেশের জার্সি উন্মোচন করেছে। এতে রয়েছে ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনার জার্সিও। তবে এবার আর্জেন্টিনার জার্সিতে ব্যতিক্রম। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কালো জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে আর্জেন্টাইনদের। অবশ্য এটা থাকবে আর্জেন্টিনার অ্যাওয়ে (দ্বিতীয়) জার্সি।

তাদের এক নম্বর পোশাক হিসেবে থাকবে যথারীতি আকাশী-সাদা জার্সিই।  সর্বশেষ ২০১৪’র বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে গাঢ় নীল রংয়ের জার্সি গায়ে খেলতে নেমিছিল আর্জেন্টিনা। ওটা ছিল আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি। এবার জার্মানির জার্সিতে থাকছে সবুজাভ, যা ১৯৯০ বিশ্বকাপ সেমিফাইনালের জার্সির আদলে  তৈরি। আশির দশকের শেষ দিকের আদলে স্পেনের অ্যাওয়ে জার্সি সাদা-নীল। এছাড়া রাশিয়া, বেলজিয়াম, সুইডেন, মেক্সিকো, কলম্বিয়া ও জাপানের অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়েছে। এবারের বিশ্বকাপে অপর প্রস্তুতকারী প্রতিষ্ঠান  নাইকির জার্সিতে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। উন্মোচন করা হয়েছে সেই জার্সিও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ