১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

অপেক্ষায় শান্তা

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনে উপস্থাপনা করে বেশ পরিচিতি পেয়েছেন শান্তা জাহান। মিষ্টি হাসি আর শৈল্পিক উপস্থাপনায় জুড়ি নেই চলতি সময়ের টিভি মিডিয়ার দর্শকপ্রিয় এই উপস্থাপকের। ২০১২ সালে চ্যানেল নাইনে ‘সোনার বাংলা’ অনুষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে উপস্থাপনার কাজ শুরু করেন শান্তা।

বিভিন্ন চ্যানেলে প্রায় হাফ ডজন অনুষ্ঠানে তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। এরইমধ্যে আরএফএল, এসিআইসহ বেশকিছু ভালো পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন। তবে মূলত উপস্থাপনার কাজটা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। উপস্থাপনা থেকে বড় পর্দায় এসে অনেকেই কাজ করেছেন। তিনি বড় পর্দায় কাজ করতে চান কিনা জানতে চাইলে শান্তা জাহান বলেন, উপস্থাপনার পাশাপাশি আমি অনেকটা শখের বসেই অভিনয় করি।

তবে আমার সবচেয়ে ভালো লাগে উপস্থাপনা করতে। আর আমি একজন উপস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতেই বেশি আগ্রহী। শান্তা আরো বলেন, বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ইতিমধ্যে আমি টিভি নাটকেও কাজ করেছি। উপস্থাপনার বাইরে বড় পর্দায় বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি। কাজের ইচ্ছে নেই বড় পর্দায় তা বলতে চাই না। বরং, বলতে চাই সময় হলেই বড় পর্দায় দর্শক আমাকে দেখতে পাবেন। ভালো চলচ্চিত্রের অপেক্ষায় রয়েছি। বেশ কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে।

সব ঠিক থাকলে এ বছরই বড় পর্দায় দেখা যাবে আমাকে। এমন চরিত্রে অভিনয় করতে চান শান্তা যেটি তাকে প্রতিনিধিত্ব করবে। উল্লেখ্য, শান্তা ছোট পর্দায় ‘ব্যাকবেঞ্চার্স’, ‘অপেক্ষার ফটোগ্রাফি’, ‘একটি নীল খাম ও কয়েকটি বিবর্ণ প্রজাপতি’, ‘নাইন অ্যান্ড হাফ’, ‘বেলা শেষে’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন।

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ